চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে ইসকন নিষিদ্ধের দাবিতে নেত্রকোনার কলমাকান্দায় এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে সংগ্রামী মুসলিম তাওহীদি জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার মোড়ে এসে শেষ হয়।
এ সময় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- মাওলানা আবুল হাসেম, মাওলানা উসমান গনি, মাওলানা আলী উসমান যুক্তিবাদী, মাওলানা মোস্তাফা কামাল, মুফতি জয়নাল আবেদীন, হাফেজ আমিনুল ইসলাম, মুফতি শফিকুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান ফারুক, মো.শামীম খন্দকার, শেখ আবু সাঈদ ও মোশতাক খান প্রমূখ।
ইসকন নিষিদ্ধের দাবি জানিয়ে নেতৃবৃন্দ বলেন, সাধারণ হিন্দু আর ইসকন দুটো আলাদা বিষয়। আমাদের সরল মনা হিন্দু ভাই-বোনদের ব্যবহার করে ইসকন বিভিন্ন জঙ্গিপনা কার্যক্রম চালাচ্ছে। তাদের এই জঙ্গি কার্যক্রম আমরা চলতে দেব না। আমরা সম্প্রীতি লালন করি, হিন্দু ভাইদের ভালোবাসি। হিন্দু ভাইয়েরা ইসকনের বিরুদ্ধে আওয়াজ তুলুন। এ সময় অনতিবিলম্বে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানানো হয়।
কলমাকান্দা২৪.কম || উপজেলার প্রথম অনলাইন
সম্পাদক : এসএম শামীম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত