প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার সহকারী বার্তা সম্পাদক ও কলমাকান্দা২৪.কম সম্পাদক এসএম শামীমের বাসায় দুর্বৃত্তরা হামলা চালিয়েছে।
রবিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পশ্চিম বাজারে পল্লী বিদ্যুৎ অফিসসংলগ্ন তার বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় একদল দুর্বৃত্ত বাজারে মহড়া দিয়ে বিভিন্ন জায়গায় হামলা চালায়। এক পর্যায়ে সাংবাদিক এস এম শামীমের বাসায়ও হামলা চালায় তারা। হামলার সময় বাসায় শামীমের ভাবি ও ভাতিজা-ভাতিজি অবস্থান করছিল।
হামলাকারীরা বাসার গেট ও সামনের দোকানের শাটার ভাঙচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে।
ঘটনার খবর পেয়ে রাত সাড়ে আটটার দিকে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে।
কলমাকান্দা২৪.কম || উপজেলার প্রথম অনলাইন
সম্পাদক : এসএম শামীম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত