নেত্রকোণার কলমাকান্দায় দুস্থ স্বাস্থ্য কেন্দ্রের (ডিএসকে) আয়োজনে নেত্রকোণা-২ অঞ্চলের দরিদ্র ও মেধাবী ৪৬ জন শিক্ষার্থীর মাঝে ৮ লক্ষ ১৬ হাজার টাকা শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়।
বুধবার (১৪ই মে) বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই বিতরণ অনুষ্ঠিত হয়।
বুধবার (১৪ই মে) বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. লিয়াকত আলী খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসকের সহকারী পরিচালক মো. শামছুল আলম খান।
বক্তারা বলেন, এই বৃত্তি দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি করবে এবং তাদের শিক্ষাজীবনে ইতিবাচক প্রভাব ফেলবে।
অনুষ্ঠান শেষে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে চেক প্রদান করা হয়।
কলমাকান্দা২৪.কম || উপজেলার প্রথম অনলাইন
সম্পাদক : এসএম শামীম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত