নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের রাজনগর ও জয়নগর গ্রামের মধ্যবর্তী খালে একের পর এক অবৈধ ও অপরিকল্পিত বাঁধ নির্মাণের ফলে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে চরম জলাবদ্ধতা। এতে ভয়াবহ দুর্ভোগে পড়েছেন কৃষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষ।
স্থানীয় কৃষকরা জানান, ধান কাটার মৌসুম হলেও জমিতে পানি জমে থাকায় আধুনিক যন্ত্র হারভেস্টার দিয়ে ধান কাটা সম্ভব হচ্ছে না। বাধ্য হয়ে কলার ভেলা ব্যবহার করে ধান কেটে তা কষ্ট করে রাস্তায় নিয়ে আসতে হচ্ছে। এতে সময় ও শ্রম বেড়েছে বহুগুণ, পাশাপাশি উৎপাদন খরচও বেড়ে গেছে।
শুধু কৃষিই নয়, জলাবদ্ধতার কারণে চরম দুর্ভোগে পড়েছে শিক্ষার্থীরাও। প্রতিদিন স্কুলে যেতে হলে হাঁটু থেকে কোমরপানি পেরিয়ে যেতে হচ্ছে। অনেক সময় কাঁদা-পানিতে কাপড় ভিজে যায়, ফলে পড়ালেখায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।
এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু স্বার্থান্বেষী মহল ও প্রভাবশালী ব্যক্তি নিজেদের সুবিধার্থে খালের বিভিন্ন স্থানে মাটি ও বাঁশ দিয়ে অবৈধভাবে বাঁধ নির্মাণ করেছে। ফলে খালের স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে গিয়ে সৃষ্টি হয়েছে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা।
এ পরিস্থিতিতে ঘর থেকে বের হওয়া কঠিন হয়ে পড়েছে। স্থানীয়রা জানিয়েছেন, “রাস্তায় উঠলেই পা ডুবে যাচ্ছে পানিতে। বাজারে যেতে, স্কুলে পাঠাতে, এমনকি রোগী নিয়ে বের হতেও ভোগান্তি পোহাতে হচ্ছে।”
স্থানীয়দের দাবি, দ্রুত সময়ের মধ্যে খালের বাঁধ অপসারণ করে পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে হবে। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ ও নজরদারি কামনা করেছেন তারা।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, সমস্যার দ্রুত সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে যাবেন এলাকাবাসী।
কলমাকান্দা২৪.কম || উপজেলার প্রথম অনলাইন
সম্পাদক : এসএম শামীম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত