নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় অবৈধভাবে বালু পরিবহণের দায়ে ৭টি বালুভর্তি ড্রামট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাইযুল ওয়াসীমা নাহাতের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে এসব ট্রাক থেকে তিন লাখ টাকা জরিমানা আদায় করা হয়। পাশাপাশি একজনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বালু পরিবহণ বন্ধে নিয়মিত অভিযান চললেও চক্রের মূল হোতারা জব্দের সময় উপস্থিত থাকেন না, ফলে তাদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত বলেন, “বালু পরিবহণের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে কে বা কারা এই অপকর্মের নেপথ্যে রয়েছে, এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তারা খুবই কৌশলে কাজ করে এবং সরাসরি ঘটনাস্থলে থাকে না।”
উল্লেখযোগ্য যে, কলমাকান্দা উপজেলার কোনো বালুঘাট সরকারি ই-জারা প্রাপ্ত নয়। তবুও প্রতিদিন ড্রাম ট্রাকযোগে বিপুল পরিমাণ বালু পাচার হচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এতে একদিকে পরিবেশ বিপর্যস্ত হচ্ছে, অন্যদিকে সরকারি উন্নয়ন প্রকল্প — যেমন ব্রিজ, কালভার্ট ও রাস্তাঘাট নির্মাণ — ব্যাহত হচ্ছে বালুর সংকটে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারির মাঝেও বালু পাচারকারীরা ধরা-ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। তারা এই অবৈধ বালু ব্যবসার মূল হোতাদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থার দাবি জানিয়েছেন।
কলমাকান্দা২৪.কম || উপজেলার প্রথম অনলাইন
সম্পাদক : এসএম শামীম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত