নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের পাইপুকুরিয়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাদ্য অধিদপ্তরের সিলযুক্ত ২৮ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। অভিযানে সন্দেহভাজন হিসেবে চারজনকে আটক করা হয়েছে।
সোমবার (১৬ জুন) রাতে অভিযান চালানো হয় এবং মঙ্গলবার (১৭ জুন) আটককৃতদের নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়।
আটক ব্যক্তিরা হলেন- আতিকুর রহমান গাজী (৬০), মো. জামাল তালুকদার (৫৫), তপন চন্দ্র সাহা (৫৫) ও নির্মল আচার্য্য (২৭)।
পুলিশ জানায়, প্রতিটি বস্তায় প্রায় ৩০ কেজি চাল রয়েছে এবং সেগুলোতে সরকারি গুদামের সিল ও “সরকারি কাজে ব্যবহারের জন্য” লেখা ছিল। অভিযানে মজুদকৃত এসব চাল সংরক্ষণের কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আটক ব্যক্তিরা।
এ ঘটনায় কলমাকান্দা থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)(খ) ধারায় মামলা দায়ের করেছেন ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শামীম খাঁন।
কলমাকান্দা থানার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ লুৎফর রহমান জানান, “আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। জব্দকৃত চাল থানায় সংরক্ষণে রয়েছে এবং তদন্ত সাপেক্ষে চালের প্রকৃত উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।”
কলমাকান্দা২৪.কম || উপজেলার প্রথম অনলাইন
সম্পাদক : এসএম শামীম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত