1. kalmakandanews@gmail.com : kalmakanda24 :
  2. news@www.kalmakanda24.com : উৎসবের আলো : উৎসবের আলো
  3. info@www.kalmakanda24.com : --- :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৬:১০ অপরাহ্ন

কলমাকান্দা থানার নতুন ওসি লুৎফুর রহমান

  • প্রকাশিত: শনিবার, ২৮ জুন, ২০২৫
মো. লুৎফুর রহমান

নেত্রকোনার কলমাকান্দা থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে মো. লুৎফুর রহমানকে পদায়ন করা হয়েছে। শুক্রবার (২৭ জুন) আনুষ্ঠানিকভাবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে তিনি একই থানায় ওসি (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। ২০২৫ সালের ২২ জানুয়ারি তিনি ওই পদে যোগদান করেন। দায়িত্ব পালনে পেশাগত নিষ্ঠা, সততা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ এবার তাকে থানার সর্বোচ্চ দায়িত্ব অর্পণ করা হয়েছে।

মো. লুৎফুর রহমান একজন চৌকস ও অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে এলাকায় সুনাম অর্জন করেছেন। তার নেতৃত্বে কলমাকান্দা থানায় আইন-শৃঙ্খলা রক্ষাসহ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করছেন স্থানীয় সচেতন মহল।

নতুন ওসি মো. লুৎফুর রহমান সকলের সহযোগিতা কামনা করে বলেন, “কলমাকান্দার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে আমি আন্তরিকভাবে কাজ করব। অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
©
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট