নিজস্ব প্রতিবেদক: রাজধানীর তেজগাঁও এলাকায় একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের পাঁচ লাখ সৌদি রিয়াল লুটের ঘটনায় যুবদল নেতাসহ সাতজনকে গ্রেফতার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা বিএনপির বহিষ্কৃত মহানগর উত্তর আহ্বায়ক সাইফুল আলম নিরবের অনুসারী বলে পুলিশ সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) তেজগাঁও শিল্পাঞ্চল থানার পরিদর্শক মো. রুহুল আমিন আসামিদের ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।
গত মঙ্গলবার (১ জুলাই) বিকেলে একটি মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের এক কর্মী পল্টন থেকে পাঁচ লাখ সৌদি রিয়াল (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা) নিয়ে প্রাইভেট কারযোগে উত্তরার উদ্দেশে রওনা দেন। সন্ধ্যার দিকে তিনি তেজগাঁওয়ের ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের সামনে পৌঁছালে পূর্ব থেকে ওত পেতে থাকা ছিনতাইকারীরা প্রাইভেট কারটি ঘিরে ফেলে। অস্ত্রের মুখে তারা ওই কর্মীর কাছ থেকে নগদ সৌদি রিয়াল ছিনিয়ে নেয়।
ঘটনার পরই রাতেই মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে রাজধানীর তেজগাঁওসহ বিভিন্ন এলাকা থেকে সাতজনকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ২ লাখ ৬৯ হাজার সৌদি রিয়াল উদ্ধার করা হয়।
এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা হলেন—উক্ত মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের কর্মচারী মো. তুহিন, তেজগাঁও থানা যুবদল ২৬ নম্বর ওয়ার্ডের আহ্বায়ক মো. শাহীন শিকদার, তার সহযোগী ইয়াসিন আরাফাত ও মো. রফিকুল ইসলাম। এছাড়াও গ্রেফতার হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার তালহা নূর ও তার স্ত্রী শারমিন, এবং বরগুনার বাকেরগঞ্জের মো. শুভ হাওলাদার।
তাদের বিরুদ্ধে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় দণ্ডবিধির ৩৯৫/৩৯৭/৪১২/৪০৮/১০৯/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জানতে বিএনপির বহিষ্কৃত নেতা সাইফুল আলম নিরবের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কলমাকান্দা২৪.কম || উপজেলার প্রথম অনলাইন
সম্পাদক : এসএম শামীম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত