1. kalmakandanews@gmail.com : kalmakanda24 :
  2. news@www.kalmakanda24.com : উৎসবের আলো : উৎসবের আলো
  3. info@www.kalmakanda24.com : --- :
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৫:৪৪ অপরাহ্ন

কলমাকান্দায় আবারও পানিতে ডুবে শিশুর মৃত্যু

  • প্রকাশিত: শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
প্রতীকী ছবি

নেত্রকোণার কলমাকান্দায় পানিতে ডুবে আরও এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম ছামির হোসেন (৫)। সে উপজেলার খারনৈ ইউনিয়নের বরদল গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে।

শুক্রবার (৪ জুলাই) বিকেলে খেলতে গিয়ে অসাবধানতাবশত একটি জলাশয়ে পড়ে যায় ছামির। কিছুক্ষণ পর স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করে, তবে ততক্ষণে সব শেষ। পরিবারের কান্নায় ভারী হয়ে ওঠে চারপাশের পরিবেশ।

গত দুই দিন আগেও কলমাকান্দায় একইভাবে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ঘটে। একের পর এক এমন দুর্ঘটনা এলাকাবাসীকে ভাবিয়ে তুলেছে। শিশু মৃত্যুর এই প্রবণতা যেন এলাকায় নিয়মিত ঘটনার রূপ নিচ্ছে।

শুক্রবার রাতে কলমাকান্দা থানায় গেলে দেখা যায়, ছামিরের মায়ের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। শোকে স্তব্ধ পরিবারটি কোনোভাবেই মেনে নিতে পারছে না প্রিয় সন্তানের এই অকাল মৃত্যু।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, “শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত জনসচেতনতা, পারিবারিক নজরদারি এবং প্রতিরোধমূলক ব্যবস্থা প্রয়োজন। না হলে এমন মর্মান্তিক ঘটনা থামানো যাবে না।”

এলাকাবাসীর দাবি, প্রয়োজনে স্কুল, মসজিদ এবং কমিউনিটি সেন্টারের মাধ্যমে সচেতনতামূলক কার্যক্রম শুরু করতে হবে, যেন ভবিষ্যতে আর কোনো পরিবারকে এভাবে শোকের মাতমে ডুবে যেতে না হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
©
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট