নিজস্ব প্রতিবেদক, কলমাকান্দা২৪: নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার নাজিরপুর এলাকার একমাত্র খেলার উপযোগী মাঠ—নাজিরপুর ঈদগাহ মাঠ বর্তমানে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। মাঠটির চারপাশজুড়ে অগোছালোভাবে কাঠের স্তূপ করে রাখা হয়েছে, যা এলাকাবাসীর জন্য যেমন দৃষ্টিকটু, তেমনি শিশু-কিশোরদের খেলাধুলায় মারাত্মক বিঘ্ন সৃষ্টি করছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, “মাঠের তিন পাশে এভাবে কাঠ স্তূপ করে রাখায় এটি এখন আর খেলাধুলার উপযোগী নেই। দেখে মনে হয় যেন কোনো কাঠের মেলা বসেছে। শিশুরা মাঠে খেলতে গেলেই আতঙ্কে থাকতে হয়, কখন যেন কাঠে ধাক্কা খেয়ে দুর্ঘটনার শিকার হয়।”
বিশেষ করে বিকেল বেলা মাঠে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও এলাকার তরুণরা খেলাধুলা করতে আসে। কিন্তু মাঠের একাংশজুড়ে কাঠের বাধায় পুরোপুরি খেলা চালানো সম্ভব হচ্ছে না। এছাড়াও ঈদের সময় এলাকাবাসী এই মাঠে জামাত আদায় করে থাকেন। তবে বর্তমানে মাঠের পরিবেশ এমন পর্যায়ে পৌঁছেছে যে, তা ধর্মীয় অনুষ্ঠান কিংবা সামাজিক কাজে ব্যবহারও কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় এক তরুণ জানান, “খেলাধুলা করার সময় একাধিকবার আমরা কাঠের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেছি। কেউ গুরুতর আহত না হলেও যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।”
এ অবস্থায়, এলাকাবাসী উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন, দ্রুত মাঠ পরিষ্কার করে পূর্বের মত একটি মুক্ত ও নিরাপদ খেলার মাঠ ফিরিয়ে দেওয়া হোক। তারা বলেন, “এই মাঠটি শুধু একটি খেলার জায়গা নয়, এটি আমাদের সামাজিক সম্পদ। এর সুষ্ঠু ব্যবস্থাপনা ও সংরক্ষণ এখন সময়ের দাবি।”
এ প্রসঙ্গে প্রশাসনের যথাযথ দৃষ্টি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ।
কলমাকান্দা২৪.কম || উপজেলার প্রথম অনলাইন
সম্পাদক : এসএম শামীম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত