নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের ২০ হাজার ৬০০টি চারা ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুয়ারপুর গ্রামের হান্নান মিয়ার নার্সারিতে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করে।
কৃষি বিভাগ জানায়, কলমাকান্দার বিভিন্ন এলাকায় ব্যক্তিগত নার্সারিগুলোতে দীর্ঘদিন ধরে পরিবেশবিরোধী এই গাছের চারা উৎপাদন ও বিক্রি হয়ে আসছিল। সম্প্রতি সরকার এসব গাছ রোপণে নিষেধাজ্ঞা জারি করায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে চারা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।
এর আগে কৃষি বিভাগের উপ-সহকারী কর্মকর্তারা নার্সারিগুলোতে চারা গণনা করেন এবং ক্ষতিগ্রস্ত তিনটি নার্সারি মালিককে ধ্বংসকৃত চারার বিনিময়ে ক্ষতিপূরণ প্রদান করা হয়।
চারা ধ্বংস কার্যক্রম ও ক্ষতিপূরণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইজুল ওয়াসীমা নাহাত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. নুরুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক মোখশেদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কলমাকান্দা২৪.কম || উপজেলার প্রথম অনলাইন
সম্পাদক : এসএম শামীম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত