কলমাকান্দা (নেত্রকোনা): নেত্রকোনার কলমাকান্দা থানার পুলিশ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪৫)-কে গ্রেপ্তার করেছে।
বুধবার (১৭ জুলাই) সন্ধ্যায় এসআই রাজন মিয়ার নেতৃত্বে কলমাকান্দা থানা পুলিশের একটি চৌকস দল উপজেলার খারনৈ ইউনিয়নের বগাডুবি গ্রামে চিরুনি অভিযান চালায়। এ সময় মৃত সিফাত আলীর ছেলে রফিকুল ইসলামকে ২০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।
আটকের সময় রফিকুল মাদক বিক্রির সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে পুলিশের দাবি। তার বিরুদ্ধে কলমাকান্দা থানায় একাধিক মাদক মামলা রয়েছে। সর্বশেষ তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে একটি মামলা রুজু করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “মাদক প্রতিরোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো মূল্যে মাদক নির্মূল করা হবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”
থানা এলাকায় মাদক নির্মূলে কলমাকান্দা থানা পুলিশের এ ধরনের ধারাবাহিক অভিযান প্রশংসিত হচ্ছে।
কলমাকান্দা২৪.কম || উপজেলার প্রথম অনলাইন
সম্পাদক : এসএম শামীম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত