নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের নিচে চাপা পড়ে মোছাম্মৎ অরবুলা আক্তার (৭০) নামের এক বৃদ্ধা নি-হ-ত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সালাম মিয়া (৫৫) ও নূরেজা বেগম।
বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার কালিহালা-বিশরপাশা সড়কের পাশে বসে ছিলেন তারা। এ সময় একটি দ্রুতগামী পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো-ন ১২-৬৮৯৫) নিয়ন্ত্রণ হারিয়ে তাদের ওপর উঠে যায়। ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার কর্তব্যরত চিকিৎসক অরবুলা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত সালাম মিয়া ও নূরেজা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার খবর পেয়ে কলমাকান্দা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘাতক পিকআপ চালককে আটক করা সম্ভব হয়েছে কিনা, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, এই সড়কে বেপরোয়া গতির যানবাহন চলাচল দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে। তারা দ্রুত এই সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ এবং দুর্ঘটনার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কলমাকান্দা২৪.কম || উপজেলার প্রথম অনলাইন
সম্পাদক : এসএম শামীম
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত