নেত্রকোনার কলমাকান্দায় শিক্ষক ও সাংস্কৃতিককর্মী অঞ্জন সরকার বাবনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (৮ ডিসেম্বর) রাত দশটায় উপজেলা মোরস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সূত্রে জানা গেছে।
তবে, কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জানতে রাত ১:৪০ মিনিটে কলমাকান্দা থানার ডিউটি অফিসারকে ফোন করলে তিনি বলেন, ভাই এটা রাজনৈতিক মামলা এ বিষয়ে এত রাতে তথ্য দেয়া যাবে না, আপনি আগামীকাল ফোন করেন।