1. kalmakandanews@gmail.com : kalmakanda24 :
  2. news@www.kalmakanda24.com : উৎসবের আলো : উৎসবের আলো
  3. info@www.kalmakanda24.com : --- :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৮:১৪ অপরাহ্ন

কলমাকান্দা ছাত্র অধিকার পরিষদের আহবায়ক আশিক, সদস্য সচিব ওলি

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ নেত্রকোণার কলমাকান্দা উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আশিকুর রহমানকে আহবায়ক ও অলি আহম্মেদকে সদস্য সচিব করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে নেত্রকোণা জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক কামরান আহমেদ স্বাক্ষরিত ৩ মাস মেয়াদের কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটির অন্যেরা হলেন-
সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ইমন ফারাবী ও যুগ্ম আহবায়ক মো. মাসুম রানা, মো. আয়নল হোক, মো. রাকিব হাসান, মো. রাকিব হাসান রাইয়ান ও মো. তানভীর রহমান শিপু। এছাড়া সিনিয়র যুগ্ম সদস্য সচিব, ইমরান হাসান পলাশ ও যুগ্ম সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম, মো. রাশেদুল ইসলাম, রাব্বি হাসান রাফি ও মো. কাওসার মিয়া।

কার্যকরী সদস্যরা হলেন- আহসানুল হোক, মো. শাকিল খান, মো. নাঈম হাসান, আহমেদ শিশির, মো. নাঈম হাসান, মো. শাকিবুল হাসান, মো. আমিন মিয়া, মো. আল মামুন, মো. শাহীন মিয়া, মো. সানোয়ার হোসেন, মো. আশ্রাফ, মো. আলমগীর, মো. নাজমুল হোসেন ও মো. সাফায়াত হোসেন।

জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক কামরান আহমেদ জানান, দলকে গতিশীল করার লক্ষ্যে এবং আগামী তিন মাসের মধ্যে পুর্ণাঙ্গ কমিটিসহ সকল ইউনিয়নে কমিটি করার নির্দেশ দেয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
©
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট