নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাখলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. আজিজুল ইসলাম (২৭) নামের এক বালু ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও কলমাকান্দার সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এ সাজা দেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাখলা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নৌকায় পরিবহণ করছিল একটি চক্র। স্থানীয়দের কাছ থেকে এমন খবর পেয়ে বাখলা নদীতে অভিযান চালানো হয়। পরে ওই নদীর নাজিরপুর সেতু সংলগ্ন এলাকায় বালুভর্তি একটি নৌকা আটক করা হয়। পরে ঘটনাস্থলে আজিজুল ইসলাম অবৈধভাবে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। আজিজুল ইসলাম তাৎক্ষণিকভাবে জরিমানা পরিশোধ করেন।
সহকারি কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, ‘প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’