1. kalmakandanews@gmail.com : kalmakanda24 :
  2. news@www.kalmakanda24.com : উৎসবের আলো : উৎসবের আলো
  3. info@www.kalmakanda24.com : --- :
শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন

জামাতে ইসলামীর কেন্দ্রীয় সমাবেশ ঘিরে কলমাকান্দায় প্রস্তুতি সভা

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫

জাতীয় সমাবেশ ২০২৫ সফল করার লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বৃহস্পতিবার নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় একটি ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় আল জামিয়াতুল ফাজিল মাদ্রাসায় অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নেত্রকোনা জেলা আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ। সভাপতিত্ব করেন কলমাকান্দা উপজেলার জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

সমাবেশে আরো বক্তব্য রাখেন প্রভাষক মাসুম মোস্তফা সহকারি সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী নেত্রকোনা জেলা সমাবেশে বক্তারা বলেন, আসন্ন জাতীয় সমাবেশকে সফল করতে তৃণমূল থেকে সংগঠনের প্রতিটি স্তরে আরও অধিক কার্যকর ও সুসংগঠিত ভূমিকা প্রয়োজন। আদর্শিক মুল্যবোধ, শৃঙ্খলা ও কর্মতৎপরতার মাধ্যমে দায়িত্বশীলদের জনগণের আস্থা অর্জনের আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সাংগঠনিক দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
©
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট