1. kalmakandanews@gmail.com : kalmakanda24 :
  2. news@www.kalmakanda24.com : উৎসবের আলো : উৎসবের আলো
  3. info@www.kalmakanda24.com : --- :
শনিবার, ২৩ অগাস্ট ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস পালিত

  • প্রকাশিত: শনিবার, ২৬ জুলাই, ২০২৫

কলমাকান্দা: ১৯৭১ সালের এই দিনে নাজিরপুরে পাক হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহীদ হন ৭ জন বীর মুক্তিযোদ্ধা। তাঁদের স্মরণে কলমাকান্দা উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ডের উদ্যোগে শনিবার পালিত হয়েছে ঐতিহাসিক নাজিরপুর যুদ্ধ দিবস।

সকালে নাজিরপুর স্মৃতিসৌধ ও লেংগুরা শহীদ সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষ। পরে লেংগুরা ফুলবাড়ি আশ্রয় কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার। সভাপতিত্ব করেন ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত। বক্তব্য দেন সাবেক এমপি আশরাফ উদ্দিন খান, বিএনপি নেতা এম.এ খায়ের, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, জামায়াতের আমির মাওলানা আবুল হাশেমসহ মুক্তিযোদ্ধা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শহীদদের আত্মত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হবে এবং মুক্তিযোদ্ধাদের যথাযোগ্য সম্মান নিশ্চিত করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
©
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট