নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে চিহ্নিত আকাশমণি ও ইউক্যালিপটাস গাছের ২০ হাজার ৬০০টি চারা ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে উপজেলার নাজিরপুর ইউনিয়নের কুয়ারপুর গ্রামের হান্নান মিয়ার নার্সারিতে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস।
বন ও পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনায় উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ যৌথভাবে এই কার্যক্রম পরিচালনা করে।
কৃষি বিভাগ জানায়, কলমাকান্দার বিভিন্ন এলাকায় ব্যক্তিগত নার্সারিগুলোতে দীর্ঘদিন ধরে পরিবেশবিরোধী এই গাছের চারা উৎপাদন ও বিক্রি হয়ে আসছিল। সম্প্রতি সরকার এসব গাছ রোপণে নিষেধাজ্ঞা জারি করায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে চারা ধ্বংসের উদ্যোগ নেওয়া হয়।
এর আগে কৃষি বিভাগের উপ-সহকারী কর্মকর্তারা নার্সারিগুলোতে চারা গণনা করেন এবং ক্ষতিগ্রস্ত তিনটি নার্সারি মালিককে ধ্বংসকৃত চারার বিনিময়ে ক্ষতিপূরণ প্রদান করা হয়।
চারা ধ্বংস কার্যক্রম ও ক্ষতিপূরণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইজুল ওয়াসীমা নাহাত, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. নুরুজ্জামান, অতিরিক্ত উপপরিচালক মোখশেদুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।